Friday, March 31, 2023

ফুলবাড়িয়ায় বিএনপি কেন্দ্রীয় যুবদল নেতাকে সংবর্ধনা

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:

- Advertisement -

কেন্দ্রীয় যুবদলের প্রচার সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য সাবেক ছাত্রনেতা আব্দুল করিম সরকারকে সংবর্ধনা দিয়েছে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠন।

- Advertisement -

মঙ্গলবার বিকালে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের ফুলেল সংবর্ধনার জবাবে করিম সরকার বলেন, দেশ আজ ভাল নেই। যতই হামলা-মামলা, জেল-জুলুম-নিপীড়ন চালানো হোক না কেনো দেশনেত্রীর মুক্তি নিয়ে কোন আপোষ নয়। সকল জুলুম-নিপীড়ন উপেক্ষা করে দেশনেত্রীর মুক্তি আন্দোলন জোরদার করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করতে হবে।
এসময় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক মোটরসাইকেল ও মাইক্রোবাস নিয়ে নেতাকর্মীরা তাকে ফুলেল সংবর্ধনা দেন। সংবর্ধনা দেয়া শুরু হয় উপজেলার ভালুকা, ত্রিশাল, সদর ও তার নিজ এলাকা ফুলবাড়িয়া উপজেলায়। মোটর শোভাযাত্রা শেষে তার নিজ বাড়ি এনায়েতপুর ইউনিয়নের ফুলতলায় তার বাবার কবর জিয়ারত শেষে সমাপ্ত করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বি এন পির যুগ্ম আহবায়ক সাবেক ছাএনেতা আশিকুল হক আশিক, মাসুদ আহমেদ মাসুদ, পৌর বি এন পির যুগ্ম আহবায়ক আনিছুর রহমান আনিছ, বিএন পির নেতা রফিকুল ইসলাম মাখন,জেলা যুবদলের সহ সভাপতি আনোয়ার সাহাদাত আনার, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক ইমরুল কায়েস এলিস,পৌর যুবদলের সাধারণ সম্পাদক লুৎফর কবির সালেক,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কুদরত ই কামাল উজ্জল,মৎস্যজীবি দলের আহবায়ক মীর মোজাম্মেল হক,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন,সদস্য সচিব আলামিন, যুগ্ন আহবায়ক এজিএম ফাহাদ,কলেজ ছাত্রদলের আহ্বায়ক রোমান মিয়া প্রমুখ।
আরও পড়ুন: নেত্রকোনার বারহাট্রায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ

spot_img