Friday, March 31, 2023

ফুলবাড়িয়া উপজেলায় ভোটার দিবস পালিত

মোঃ শফিকুল ইসলাম ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

- Advertisement -

সারা দেশের ন্যায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ৫ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। ২ রা মার্চ ২০২৩ইং বৃহস্পতিবার সকাল ১১ টায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‍্যালি ও ভোটার নিবন্ধন সেবাসহ অন্যান্য সেবা দেওয়া হয়।

- Advertisement -

এখন নতুন ভোটার নিবন্ধন ও সংশোধনের আবেদন আগের তুলনায় দ্রুত দেওয়া হচ্ছে। নির্বাচন অফিসার মোঃ তাজুল রায়হান বলেন, আমরা মানুষকে আগের চেয়ে দ্রুত সেবা দিয়ে থাকি, কেউ আমার কাছে আসলে আমি তাকে তাড়াতাড়ি সেবা দেওয়ার চেষ্টা করি যাতে তাকে আর ঘুরতে না হয়।

ভোটার দিবসে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ নাহিদুল করিম বলেন নতুন ভোটার নিবন্ধন ও সংশোধন আবেদন গুলো একটু তাড়াতাড়ি করে দিতে। তিনি আরও বলেন অনেকে চেয়ারম্যানদের স্বাক্ষর ও প্যাড নকল করে ভোটার নিবন্ধন করার তথ্য পাওয়া যায় তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।

- Advertisement -

উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মালেক সরকার বলেন আগে আমার কাছে নির্বাচন অফিসের সেবার ব্যাপারে প্রতিদিনই অনেক অভিযোগ আসতো কিন্তু আপনি আসার পর এখন আর সেই অভিযোগ আসে না। তিনি জাতীয় ভোটার দিবস এর সফলতা কামনা করেন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শরাফ উদ্দিন শর, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাখাওয়াত হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ মাহবুব মোর্শেদ, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, ৬নং ফুলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন বাদল প্রমুখ।
আরও পড়ুন: ক্ষেতলালে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পূর্ণ

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ

spot_img