Friday, March 24, 2023

ফুলবাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

কংকনা রায়, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :

- Advertisement -

দিনাজপুরের ফুলবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস সরকারি ও বেসরকারিভাবে পালন করা হয়েছে।

- Advertisement -

দিবসটি পালনের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ফুলবাড়ী প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন দপ্তর, সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে সকালে উপজেলা পরিষদ চত্বরস্থ এবং মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় চত্বরস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পৃথক পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে ‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন’ শীর্ষক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম।

- Advertisement -

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাছিনা ভূঁইয়ার সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক গণশিক্ষা মন্ত্রী, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, থানার অফিসার ইনচার্জ (ওসি) আশ্রাফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এছার উদ্দিন, ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, ইউপি চেয়ারম্যান মানিক রতন, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু ও ফুলবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স।

শেষে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণকারি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

- Advertisement -

এদিকে দিবসটি পালন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান।

সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুলের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক গণশিক্ষা মন্ত্রী, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এতে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে ফুলবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু।

সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আজিজুল হক সরকারের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, কোষাধ্যক্ষ ধীমান চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হারুন উর রশীদ মাস্টার, দপ্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক মোকাররম হোসেন, পাঠাগার সম্পাদক আনন্দ কুমার গুপ্ত, আইসিটি সম্পাদক মোস্তাক আহম্মদ, সদস্য হীরেন্দ্র নাথ বর্মন প্রমুখ।
আরও পড়ুন: সাপাহারে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে স্বাস্থ্য সেবা প্রচারণ সপ্তাহ অনুষ্ঠিত

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ