Thursday, March 30, 2023

বই পড়ুয়াদের কেউ দাবিয়ে রাখতে পারে না: ড.জাফর ইকবাল

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি:

- Advertisement -

বই সবচেয়ে বড় বন্ধু। বই পড়ুয়াদের কেউ দাবিয়ে রাখতে পারে না। বঙ্গবন্ধু বলে ছিলেন আমাদের কেউ দাবায়ে রাখতে পারবে না। আমার ভাই হুমায়ূন আহমেদ বই লেখে প্রচুর পাঠক তৈরী করে গেছেন। সেই পথ ধরে নতুন প্রজন্ম এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।

- Advertisement -

নেত্রকোনার কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ৩ দিন ব্যাপী বইমেলার শেষ দিন শনিবার (১৮ মার্চ) বিকালে অডিটরিয়ামে (পাবলিক হল) আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন দেশবরেণ্য শিক্ষাবিদ ড.মুহাম্মদ জাফর ইকবাল।

কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লাইমুন হোসেন ভূঞার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক মনসুরুল হক, কেন্দুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল, সহকারী কমিশনার (ভূমি) রাজীব হোসেন, ওসি আলী হোসেন পিপিএম, কিশোরগঞ্জের কবি ও ছড়াকার জাহাঙ্গীর আলম জাহান। এর আগে গত বৃহস্পতিবার (১৬মার্চ) বিকালে বইমেলা উদ্বোধন করেন নেত্রকোনা ৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।

- Advertisement -

উদ্বোধনীর দিন প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. গোলাম কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,নেত্রকোনা জেলাপরিষদ চেয়ারম্যান এড. অসীত সরকার সজল,কেন্দুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম, ইউএনও কাবেরী জালাল, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুল হক ভূঞা, ওসি আলী হোসেন পিপিএম এবং দ্বিতীয় দিন (১৭মার্চ) প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দুয়া সরকারী কলেজের অধ্যাপক উত্তম কুমার কর।

৩দিন মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে কয়েকটি কিন্ডার গার্ডেনের শিক্ষার্থী, ঝংকার শিল্পীগোষ্ঠী, উদীচী শিল্পীগোষ্ঠী এবং বিখ্যাত পালাগায়ক আব্দুল কুদ্দুস বয়াতী ও তার দল। মেলায় বইয়ের স্টল ছাড়াও খেলনা সামগ্রীর স্টল ও দেয়াল পত্রিকা ছিল। অতিথিগণ প্রতিদিন মেলার স্টল পরিদর্শন করেন।
আরও পড়ুন: আগুনে পুড়লো ৪ দোকান: ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ

spot_img