Sunday, April 2, 2023

বসত ভিটার সীমানা বিরোধ নিয়ে ঝিনাইগাতী থানায় অভিযোগ

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর জেলা প্রতিনিধি

- Advertisement -

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের মাদারপুর গ্রামে বসত ভিটার সীমানা বিরোধ নিয়ে ঝিনাইগাতী থানায় অভিযোগ করেছেন মৃত আব্দুল ওয়াহাবের ছেলে জালাল উদ্দিন।অভিযোগ সূত্রে জানা যায়, মৃত আ:জলিলের ছেলে আবুল কালাম আজাদ গং সহ ৪জন বিবাদী মিলে অভিযোগকারীর রেকর্ডিও ২২ শতাংশ ভূমি পৈত্রিক ওয়ারিশ
সূত্রে ভোগ দখল করে আসছে।

- Advertisement -

বিবাদী গনের সাথে রক্তের সম্পর্কের আত্বীয় সূবাদে ২২ শতাংশ ভূমিতে অনাধিকার ভাবে প্রবেশ করে সীমানা নির্ধারণ করতে এসে জোরপূর্বক বেদখল করার সময় বাধা প্রদান করা হলে প্রকাশ্যে হুমকি প্রদর্শন করে। এ ব্যাপারে অভিযাগকারী জানায় আমাকে এই ভূমির সীমানা নিয়ে জান মালের ক্ষতি ও হুমকি দিয়েছে তাই আমি আইনের আশ্রয় নিয়েছি। বিবাদী আবুল কালাম আজাদ জানায় আমার ভূমিতে আমি সীমানা দিয়েছি আমি কারো সম্পদ দখল করিনি। এলাকাবাসী জানায় বিষয়টি মিমাংসা না হলে দুই পরিবারের মাঝে বড় ধরণের দূর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: নেত্রকোনায় বিক্ষুব্ধ জেলা বিএনপির সংবাদ সম্মেলন

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ

spot_img