“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এ প্রতিপাদ্যকে সামরে রেখে সারা দেশের ন্যায় নেত্রকোনার বারহাট্টায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবং বাংলাদেশ নারী প্রগতি সংঘ ও ব্র্যাকের সহযোগিতায় দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মাজহারুল ইসলামের সভাপতিত্ব ও মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) সানজিদা চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ মোঃ আব্দুল কাদের, সাবেক অবসর প্রাপ্ত ডিএডি বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার সায়লা, সাংবাদিক লতিবুর রহমান খান, বাংলাদেশ বেসরকারি সংস্থা নারী প্রগতি সংঘের কেন্দ্র ব্যবস্থাপক সুরজিত ভৌমিক, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইন সুরক্ষা কর্মসূচির অফিসার সেলপ স্বপ্না দাস, নারী প্রগতি সংঘের মাজহারুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুন: দুর্গাপুরে পিকনিক বাস উল্টে নিহত ১ আহত ২৩