সারাদেশের ন্যায় নেত্রকোনার বারহাট্টায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যাম্পেইনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম।
এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোস্তাফিজুর রহমান, বারহাট্টা প্রেসক্লাসের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল, অবসর প্রাপ্ত ডিএডি. বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিনসহ অন্যান্য আবাসিক মেডিকেল অফিসার ও কর্মকর্তা-কর্মচারীব্ন্দৃ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বারহাট্টা উপজেলার স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে ৬- ১১ মাস ২৯৯০ জন ও ১- ৫ বৎসর ২৩,১৩০ জন, সর্বমোট ২৬, ১৩০ জন শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে।
আরও পড়ুন: নেত্রকোনার দুর্গাপুরে গারোদের ওয়ানগালা উৎসব পালিত