“ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্য জনে” এ প্রতিপাদ্য কে সামনে রেখে নেত্রকোনার বারহাট্টায় সারাদেশের ন্যায় ৫ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে সহকারি কমিশনার (ভূমি) সানজিদা চৌধুরীর সভাপতিত্ব ও বারহাট্টা প্রেসক্লাসের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুলের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার সায়লা, নির্বাচন অফিসার জিন্নাত আরা, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, , সাংবাদিক লতিবুর রহমান খান প্রমূখ।
আরও পড়ুন: ক্ষেতলালে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পূর্ণ