Friday, March 24, 2023

বারহাট্টায় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ভ্রাম্যমানে উদ্বুদ্ধকরণ

বারহাট্টা ( নেত্রকোণা) প্রতিনিধি

- Advertisement -

নেত্রকোনার বারহাট্টায় মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরায় ভ্রাম্যমানে উদ্বুদ্ধকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

বুধবার বারহাট্টা করোনেশন কৃষ্ণ প্রসাদ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় বারহাট্টা করোনেশন কৃষ্ণ প্রসাদ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, অন্যান্য শিক্ষক-কর্মচারী, মুক্তিযুদ্ধ জাদুঘরের সহকারি কর্মসূচি কর্মকর্তা মোঃ হাকিমুল ইসলাম, গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

মুক্তিযুদ্ধ জাদুঘরের সহকারি কর্মসূচি কর্মকর্তা মোঃ হাকিমুল ইসলাম জানান, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের ভ্রাম্যমানে মুক্তিযুদ্ধ জাদুঘর, মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মারক, আলোকচিত্র এ সব বিষয়ের উপর জানান দেওয়া হচ্ছে।

- Advertisement -

নতুন প্রজন্মের শিক্ষার্থীরা আমাদের স্বাধীনতা সংগ্রামের এখন অনেক কিছুই ভুলতে শুরু করেছে। সরকারি নির্দেশনা মোতাবেক প্রকৃত পক্ষে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের স্বাধীনতা সংগ্রামের ছোট বড় সকল প্রকার ঘটনাবলী জানান দেওয়াই হচ্ছে মুক্তিযুদ্ধ ভ্রাম্যমান।
আরও পড়ুন: ক্ষেতলালে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পূর্ণ

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ