Friday, March 24, 2023

বারহাট্টায় বিদ্যুতস্পৃষ্টে নাজিমের মৃত্যু

বারহাট্টা ( নেত্রকোনা ) প্রতিনিধি

- Advertisement -

নেত্রকোনার বারহাট্টায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার সদর ইউনিয়নের বিক্রমশ্রী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -

নিহতের নাম নাজিম উদ্দিন (১৩)। সে বারহাট্টা ইউনিয়নের বিক্রমশ্রী গ্রামের দোলন মিয়ার ছেলে। নিহত নাজিম উদ্দিন বারহাট্টা শহরে সোহেলের ফার্মেসীতে কাজ করত।

পারিবারিক সূত্রে জানা যায়, নাজিম উদ্দিন মঙ্গলবার সকালে নিজের গরুর জন্য ঘাস কাটতে বাড়ীর পাশে মাঠে যায়। গরুর ঘাস কাটার সময় স্থানীয় একটি ফিসারীর তারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে নাজিম উদ্দিন মাটিতে পড়ে যায়।

- Advertisement -

পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বারহাট্টা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক জানান, এ ব্যাপারে অপমৃত্যু মামলার অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন: দৈনিক দিন প্রতিদিন পত্রিকার বার্ষিক পারিবারিক মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ