নেত্রকোনার বারহাট্টায় ১০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে ল্যাপটপ বিতরণ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মাজহারুল ইসলামের সভাপতিত্ব ও বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) সানজিদা চৌধুরী, শিক্ষা অফিসার বিনয় চন্দ্র শর্মা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ মোঃ আব্দুল কাদের, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আজাদ প্রমুখ। এছাড়াও বারহাট্টা উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নেত্রকোনায় বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরামের মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি