“নিরাপদ জ্বালানী, ভোক্তাবান্ধব পৃথিবী” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার বারহাট্টায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপিত হয়েছে।
বুধবার (১৫ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালি ও সেমিনারের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এস.এম মাজহারুল ইসলামের সভাপতিত্ব ও সঞ্চালনায় উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত ডিএডি বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন, বারহাট্টা বাজার বণিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরুল আমিন, সাধারণ সম্পাদক আসমত আলী মোল্লা প্রমুখ। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার সায়লা, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল, স্যানিটারী ইন্সপেক্টর আব্দুস সালাম, তথ্য ও প্রযুক্তি কর্মকর্তা পাপন চন্দ্রসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার এস.এম মাজহারুল ইসলাম তাঁর বক্তব্যে জানান, আগত পবিত্র রমজান মাসে যাতে বাজারের বিভিন্ন দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল থাকে। ব্যবসায়ীরা কোনো কৌশল সৃষ্টির মাধ্যমে দ্রব্যমূল্য বেশী দামে বিক্রি না করে। ব্যবসায়ীরা দ্রব্য বিক্রয়ের বিপরীতে ক্রেতাকে রশিদ প্রদানের ব্যবস্থা করতে হবে। যদি কোন ব্যবসায়ী অধিক মুনাফার লক্ষে ভোক্তাদের কাছ থেকে বেশী দামে পণ্য বিক্রয় করার চেষ্টা করে তাহলে ভ্রাম্যমান আদালতে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষে বারহাট্টা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
আরও পড়ুন: শেখ হাসিনা আছেন বলেই দেশ এখনো পথভ্রষ্ট হয়নি -সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি