Thursday, March 30, 2023

বারহাট্টায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

লতিবুর রহমান খান, বারহাট্টা প্রতিনিধি

- Advertisement -

নেত্রকোণার বারহাট্টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল পুষ্পস্তবক অর্পন, জাতীয় পতাকা উত্তোলন, মোনাজাত/ প্রার্থনা, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

- Advertisement -

সোমবার রাত ১২:০১ মিনিটে ভাষা শহীদদের স্মরণে বারহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বারহাট্টা থানা, উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন , মুক্তিযোদ্ধা কমান্ড, বারহাট্টা প্রেসক্লাবসহ অন্যান্য রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম, উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মাজহারুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) সানজিদা চৌধুরী, বারহাট্টা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক, কৃষি অফিসার রাকিবুল ইসলাম, মৎস্য অফিসার তানবীর আহমাদ, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ খায়রুর কবীর খোকন, সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আব্দুল কাদের, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল প্রমুখ। এছাড়াও আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সামাজিক সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন।

- Advertisement -

উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ খায়রুর কবীর খোকন ও সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেনের নেতৃত্বে আওয়ামী ও সহযোগী অঙ্গ সংগঠনের শত শত নেতা ও কর্মীবৃন্দ মোমবাতী প্রজ্জ্বলন সহকারে ভাষী শহীদের স্মরণে পুষ্পস্তব অর্পন করেন।

আরও পড়ুন: ফুলবাড়ী সরকারি কলেজে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ

spot_img