নেত্রকোনার বারহাট্টায় দীর্ঘ পঞ্চাশ বছর পর প্রায় দুই কোটি টাকা মুল্যের সরকারী জমি চিহ্নিত করলো প্রশাসন। মঙ্গলবার উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে উপজেলা ভ‚মি অফিসের সার্ভেয়ার কেশব লাল ও ইউনিয়ন ভ‚মি উপ-সহকারী কর্মকর্তা তাজুল ইসলাম লাল নিশান টানিয়ে ওই জমিটি চিহ্নিত করেন। চিহ্নিত এই জমির মূল্য প্রায় দুই কোটি টাকা।
জানা যায়, বারহাট্টা সদরের গোপালপুর ও গুহিয়ালা মৌজার বারহাট্টা-কোর্টরোড-আটপাড়া সড়ক থেকে পশ্চিম দিকে শেখ রাসেল মিনি স্টেডিয়াম পর্যন্ত সরকারী এক নম্বর খতিয়ানের ৩৪০ দাগে প্রায় চৌত্রিশ ফুট প্রস্থ ও শতাধিক ফুট দীর্ঘ একটি হালট বিদ্যমান। কিছুলোক প্রায় পঞ্চাশ বছর ধরে এই হালটের উপর স্থাপনা তৈরী ও বে-আইনীভাবে ভোগ-দখল করে আসছিলেন। এতে আশপাশের বাসিন্দাদের দূর্ভোগ পোহাতে হচ্ছিলো।
এমতাবস্থায় স্থানীয় সাইফুল ইসলাম, আমীন মিয়া, সজীব কুমার পাল, জিয়াউল হক, রুপন কুমার বিশ্বাস, অমলেশ চক্রবর্তীসহ অন্যরা হালটটি দখলমূক্ত করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানান। হাবিবুর রহমান নামে একজন বলেন, এখানে প্রতিকাঠা (১০ শতক) জমির মূল্য ৭০ থেকে আশি লক্ষ টাকা। সেই হিসেবে এই হালটের তিনকাঠা জমির মূল্য হয় দুই কোটি দশ লাখ টাকা।
সহকারি কমিশনার (ভ‚মি) সানজিদা চৌধুরী লাল নিশান টানানোর বিষয় অবগত আছেন।
এ ব্যাপারে বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার এস এম মাজহারুল ইসলাম বলেন, এই সরকারী হালটটি চিহ্নিত করা ছিল না। আজ (৭ ফেব্রæয়ারী) সার্ভেয়ার ও ইউনিয়ন ভ‚মি উপ-সহকারী কর্মকর্তা সরেজমিনে হালটটি চিহ্নিত করে লাল নিশান টানিয়েছেন।
আরও পড়ুন: বই মেলায় তবীব মাহমুদের আহত আত্মার মুক্তি চাই