Sunday, April 2, 2023

বারহাট্টায় জাতীয় যুব দিবস পালিত

লতিবুর রহমান খান, বারহাট্টা প্রতিনিধি

- Advertisement -

“প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার বারহাট্টায় জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে ও বাংলাদেশ নারী প্রগতি সংঘের সহযোগিতায় নানা কর্মসূচির মধ্য দিয়ে এ দিবসটি উদযাপন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও সনদপত্র বিতরণ।

- Advertisement -

উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে উপজেলা নির্বাহী অফিসার এস.এম, মাজহারুল ইসলামের সভাপতিত্ব ও বাংলাদেশ নারী প্রগতি সংঘের কেন্দ্র ব্যবস্থাপক সুরজিত ভৌমিকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবযোগদানকৃত যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সমবায় অফিসার আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর উদ্দিন, সিংধা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাসিম তালুকদার প্রমুখ। এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও পড়ুন: দুর্গাপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ

spot_img