নেত্রকোণার বারহাট্টায় চলতি মৌসুমে সরকারী খাদ্য গোদামে অভ্যন্তরীণ বোরোধান ও চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলা
ধান, চাল সংগ্রহ মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী
অফিসার এম.এম. মাজহারুল ইসলাম অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহ কাজের
উদ্বোধন করেন।
এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ দিলোয়ার
হোসেন, বারহাট্টা খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম
আহমেদ, বাউশী খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল হাই,
বিশিষ্ট ব্যবসায়ী লুৎফর রহমান চঞ্চল, উপজেলা ধান ও চাল সংগ্রহ
মনিটরিং কমিটির কৃষক প্রতিনিধি টুপুর জোয়ারদার প্রমুখ
উপস্থিত ছিলেন।
ইউএনও মাজহারুল ইসলাম জানান, বারহাট্টা সরকারী খাদ্য গোদামে
বোরো ধান বিক্রয়ের জন্য মোবাইল এপস্ধসঢ়;’র মাধ্যমে কৃষকদের আবেদন
কাজ চলমান আছে। আবেদীত প্রার্থী হতে লটারীর মাধ্যমে নির্বাচন
করে প্রত্যেক কৃষকের নিকট হতে সর্বোচ্চ ৩ মেঃ টন বোরো ধান
সংগ্রহ করা হবে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ দিলোয়ার হোসেন বলেন, চলতি
বোরো মৌসুমে কৃষকদের নিকট থেকে মোট ২৮৮৫ মেঃ টন ধান ও
সরকারি চুক্তিবদ্ধ মিলাদের নিকট থেকে ৫ হাজার ১০৩ টন চাল
সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য রয়েছে। সরকার প্রতি কেজি ধানের মূল্য ২৭
টাকা ও প্রতি কেজি চালের মূল্য ৪০ টাকা নির্ধারণ করা করেছে।
আগামী ৩১ আগষ্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে।
আরো পড়ুনঃ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে যাত্রাবাড়ীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন