জয়পুরহাটে ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে নিচে পড়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর (কুয়েট) রাহুল ইসলাম (২৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) ভোরে জয়পুরহাট রেল স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী-রাহুল ইসলাম বগুড়ার শিবগঞ্জ উপজেলার কালীপাড়া মহল্লার মৃত শাহরিয়ার রইচের ছেলে। তিনি কুয়েটের লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়ি ফেরার জন্য রাতে খুলনা থেকে চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে ওঠেন রাহুল। ভোর ৪ টা ৭ মিনিটে ট্রেনটি জয়পুরহাট স্টেশনে এসে পৌঁছায়। এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এবিষয়ে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, সিআইডি’কে খবর দেওয়া হয়ছে। তারা আসার পর লাশ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘটনাটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলেও ওসি জানান।
আরও পড়ুন: কেন্দুয়ায় স্কুলছাত্র নয়ন হত্যাকান্ডে দুই আসামীকে গ্রেফতার করেছে র্যাব