হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ‘বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’- এ জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। এবারের জাতীয় গ্রন্থাগার দিবস-এর প্রতিপাদ্য বিষয় ছিল ‘স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ।’ দিবসটি উপলক্ষে আজ সকালে গ্রন্থাগারে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
গ্রন্থাগারের পরিচালনা পর্ষদের সভাপতি রত্নদীপ দাস রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৭নং করগাঁও ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বার বিকাশ দত্ত রায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মেম্বার ফনী ভূষণ দাশ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রূপায়ণ দাশ, গ্রন্থাগার পরিচালনা পর্ষদের সহ-সভাপতি প্রদীপ চন্দ্র দাশ (পল্টু)।
বক্তাগণ জাতীয় গ্রন্থাগার দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন- বর্তমান সরকার গ্রামে-গঞ্জে বই পড়া ও পাঠাগার আন্দোলন কে ছড়িয়ে দিতে যুগোপযোগী বিভিন্ন উদ্যোগ নিয়েছে, যা তরুণ প্রজন্মকে বই ও পাঠাগার মুখী করতে ভূমিকা রাখছে। আমাদের সবার উচিত গ্রন্থাগারের মাধ্যমে অনুষ্ঠিত সকল কার্যক্রমে অংশগ্রহণ করে পাঠাগার আন্দোলনকে ছড়িয়ে দেওয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গ্রন্থাগারের পাঠক ফোরামের সহ-সভাপতি দেবাশীষ দাশ রতন, সাংস্কৃতিক সম্পাদক পার্থ দাশ, ক্রীড়া ফোরামের সাংগঠনিক সম্পাদক প্লাবন দাশ রিপন, সদস্য রিমন দাশ, শাওন দাশ প্রমুখ। আলোচনা সভা শেষে র্যালী অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: মোহনগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন