ভোটার হব নিয়ম মেনে ভোট দিব যোগ্য জনে এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার মদনে পঞ্চম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২ মার্চ) সকালে উপজেলা নির্বাচন কমিশনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন অফিস থেকে র্যালি শুরু করে পৌর সদরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাচন কমিশনার মোঃ হামিদ ইকবাল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান (মাস্টার), বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মদন পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ।
এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, জুবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাজী করনি, প্রেসক্লাব সাধারণ সম্পাদক পরিতোষ দাস, সাংবাদিক সাকের খান, পরিবার পরিকল্পনা অফিসার সিরাজুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুন: জৈন্তাপুরে পুলিশের অভিযানে ৫ আসামি আটক