Friday, March 24, 2023

মধ্যপাড়ায় ট্রাকের চাপায় প্রাণ হারালেন বীর মুক্তিযোদ্ধা

কংকনা রায়, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :

- Advertisement -

দিনাজপুরের ফুলবাড়ী পার্শ্ববর্তী মধ্যপাড়া কঠিনশিলা পাথরখনি এলাকায় ট্রাকের চাপায় প্রাণ হারালেন কাঠ ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন (৭২)।

- Advertisement -

ঘটনাটি বুধবার (১৫ মার্চ) সকাল সাড়ে নয়টায় ফুলবাড়ী-রংপুর মহাসড়কের পলিপাড়া নামক স্থানে ঘটে।
ঘাতক ট্রাকসহ চালক বাবু মিয়াকে (৪৫) আটক করেছে মধ্যপাড়া পুলিশ ফাঁড়ি। বিষয়টি নিশ্চিত করেছেন ফাঁড়ি ইনচার্জ হারুন উর রশিদ।

নিহত বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন মধ্যপাড়া পলিপাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে এবং একজন বীর মুক্তিযোদ্ধা।

- Advertisement -

আটক ট্রাক চালন বাবু মিয়া রংপুরের পীরগঞ্জ উপজেলার আব্দুল হাইয়ের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৯টার সময় পলিপাড়া নামক স্থানের ফুলবাড়ী-রংপুর মহাসড়কে মধ্যপাড়া থেকে মিঠাপুকুরগামী একটি আলু বোঝাই (রংপুর-ট-১১-০২-৯২) ট্রাকের সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি কাঠ ফার্নিচার তৈরির কারখানায় ঢুকে পড়ে। এসময় কারখানায় বসে থাকা বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন চাপা পড়ে গুরুতর আহত হন এবং করাখানা ভেঙ্গে চুরমার হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে রংপুর মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।
মধ্যপাড়া পুলিশ ফাঁড়ীর ইনচার্জ হারুন উর রশিদ বলেন, খবর পেয়ে ঘাতক ট্রাকটি উদ্ধারসহ চালকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: স্কুল থেকে বাড়ি ফেরার পথে কিশোরী অপহরণ, অপহরণকারী আটক

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ