Friday, March 24, 2023

মম’র ‘ওরা ৭ জন’, ‘রেডিও’

অনলাইন ডেস্ক:

- Advertisement -

জাকিয়া বারী মম; অভিনয়ের দক্ষতা আর শারীরিক মুগ্ধতা দিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ছোট পর্দা আর বড় পর্দা দুই জায়গাতেই সফলতার ছাপ রেখে যাচ্ছেন।

- Advertisement -

এদিকে স্বাধীনতার মাসে দুই সিনেমা নিয়ে আসছেন মম। একটি খিজির হায়াত খানের ‘ওরা ৭ জন’, অন্যটি অনন্য মামুনের ‘রেডিও’। দুটি সিনেমাই তৈরি হয়েছে স্বাধীনতার প্রেক্ষাপটে।

‘রেডিও’ নিয়ে নির্মাতা অনন্য মামুন জানিয়েছেন, গত বৃহস্পিতবার বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে সিনেমাটি প্রদর্শিত হয়। সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখে প্রশংসা করেন এবং আনকাট ছাড়পত্র দিয়েছেন।

- Advertisement -

মামুন বলেন, ‘অনেকদিন পর আমার কোনো সিনেমা আনকাট সেন্সর ছাড়পত্র পেল। শুধু তাই নয়, সিনেমাটি দেখে সেন্সর বোর্ডের সম্মানিত সদস্যরা প্রশংসা করেছেন। এতে আমি ভীষণ আনন্দিত। সবকিছু ঠিক থাকলে আগামী মার্চের প্রথম সপ্তাহে সিনেমাটি মুক্তি দেব।’

‘রেডিও’ সিনেমার মাধ্যমে ১৫ বছর পর রুপালি পর্দায় আবারো জুটি বেধেঁছেন চিত্রনায়ক রিয়াজ ও মম। ১৫ বছর আগে ২০০৭ সালে মুক্তি পায় তৌকির আহমেদের ‘দারুচিনি দ্বীপ’ সিনেমা।

- Advertisement -

অন্যদিকে মুক্তিযুদ্ধের বীরত্বগাথা নিয়ে নির্মিত হয়েছে ‘ওরা ৭ জন’। আগামী ৩ মার্চ মুক্তি পাবে সিনেমাটি। এতে অপর্ণা সেন চরিত্রে দেখা যাবে মমকে।

এতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, ইমতিয়াজ বর্ষণ, সাইফ খান, নাফিস আহমেদ, খালিদ মাহবুব তূর্য, শাহরিয়ার ফেরদৌস সজীব, জয়রাজসহ অনেকে।

আরও পড়ুন: টাকায় মিলবে ফেসবুক ও ইনস্টাগ্রামে ব্লু ব্যাজ

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ