Sunday, April 2, 2023

ময়মনসিংহে তারাকান্দায় মাদকদ্রব্য রোধকল্পে কর্মশালা

মো:শামীম হোসাইন, তারাকান্দা প্রতিনিধি

- Advertisement -

ময়মনসিংহে তারাকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যলায়ে এর সহযোগিতায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে দিনব্যাপী কর্মশালা ১৫ নভেম্বর উপজেলা পরিষদ সম্মেলণ কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রনালায়ের এ উদ্দ্যোগে ও উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত’র সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ খোরশিদ আলম।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে (ইউএনও) মিজাবে রহমত বলেন, মাদকদ্রব্য রোধকল্পে জনগনের মাঝে সামাজিক সচেতনতা তৈরি করতে হবে। জন প্রতিনিধি, স্কুল কলেজের শিক্ষক,সুশীল সমাজের লোকজনকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। অভিভাবকদের সচেতন হতে হবে। তারাকান্দা উপজেলাকে মাদক মুক্ত করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

- Advertisement -

একাডেমিক সুপারভাইজার সুধন কুমার বিশ্বাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ এর পরিদর্শক চন্দন গোপালসুর,উপজেলা আ.লীগের সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী, উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, সালমা আক্তার কাকন, তারাকান্দা থানা অফিসার ইনচার্জ আবুল খায়ের,উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা. ফরায়েজী মোঃ মাহবুবুল আলম মুঞ্জ, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. মাহাবুবুল আলম প্রমূখ। এ সময় সরকারি বেসরকারি কর্মকর্তাবৃন্দ,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ,ইউপি সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগন,ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তা, সুশীল সমাজের লোকজন ও স্কুল ও কলেজের শিক্ষার্থীরা সহ অন্যানরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ঝিনাইগাতীতে উপজেলা আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ

spot_img