Friday, March 31, 2023

মসিকের পুষ্পমেলায় কোটি টাকার ফুলের চারা বিক্রি

অনলাইন ডেস্ক

- Advertisement -

নানা প্রজাপতির ফুল ও ফলের চারা গাছ নিয়ে ময়মনসিংহের টাউনহল প্রাঙ্গণে শেষদিনে জমে উঠেছিল পুষ্পমেলা। পুষ্পপ্রেমীদের এক বিশাল হাট বসেছিল মেলা প্রাঙ্গণজুড়ে। মেলার স্টলে স্টলে সাজিয়ে রাখা হয়েছিল নানা জাতের ফুল ও ফলগাছ। তবে হাজারো ক্রেতা-দর্শনার্থীর ভিড়ে শেষ মুহূর্তে মধ্যরাত পর্যন্ত ব্যস্ত সময় পার করেছেন বিক্রেতারা। মেলার শেষ সময়ে ঘুরাঘুরির চেয়ে কেনাকাটায় বেশি মনোযোগী ক্রেতারা।

- Advertisement -

১৬ জানুয়ারি থেকে ১৫ দিনব্যাপী এ পুষ্পমেলা শুরু হলেও ক্রেতাদের চাহিদা বাড়ায় তা বাড়িয়ে ২৬ দিন তথা ১০ ফেব্রুয়ারী পর্যন্ত সময় বৃদ্ধি করে সিটি কর্পোরেশন, এতে খুশি ক্রেতা-বিক্রেতা উভয়েই। মেলার শেষ দিন ছিল শুক্রবার। তাই সরকারি ছুটি থাকায় সকাল থেকেই মেলা প্রাঙ্গণে ভিড় জমান ত্রেতা-দর্শনার্থীরা। পরিবার-পরিজন ও শিশুদের নিয়ে এসে মুগ্ধ হন ফুলপ্রেমিরা। এসময় বিশেষ ছাড় পাওয়ায় পছন্দের সব ফুল, ফল ও ভেষজ উদ্ভিদ গাছের চারা কিনেন ক্রেতারা। দেশী-বিদেশী নানা জাতের ফুল বসেছিল এ মেলায়। গোলাপ, ডালিয়া, সূর্যমুখি, জারবেরা, গ্লাডিওলাস, গাঁদা, ভুট্টা, রজনীগন্ধা, চেরীসহ নানা জাতের ফুলে মুগ্ধ দর্শনার্থীরা। ফুলের কমতি নেই মেলায়।

ফুলের চারা কিনতে আসা কলেজ পড়ুয়া মৌ-মিতা বলেন, আমি অনেক ফুলের নাম জানতাম না, মেলায় এসে অনেক অচেনা ফুল-ফলের নাম জানতে পেরেছি। পাশাপাশি আমার পছন্দের বেশ কয়েকটি ফুলের গাছ কিনেছি।
ছাদবাগানী আফরোজা নাজনীন বলেন, আমার ছাদবাগানে অসংখ্য ফুলের গাছ রয়েছে, তবে এ মেলায় এসে অনেক অচেনা ফুলের গাছ আমি চিনেছি ও আমার ছাদবাগানের জন্য কিনেছি। দর্শনার্থী মোঃ গোলাম মোস্তফা কামাল শামীম বলেন, সিটি কর্পোরেশনের আয়োজনে প্রতি বছরই এখানে পুষ্পমেলা হয়। মেলায় অসংখ্য ফুলের চারা গাছ বিক্রি হয়। বিশেষ করে নতুন প্রজন্ম এ মেলায় বেশি ভিড় করে, যা আমাদের জন্য শুভকর দিক।

- Advertisement -

এদিকে বিক্রেতারা জানান, এবারের মেলায় সবচেয়ে বেশি বিক্রি হয়েছে গোলাপ ফুলের চারা। প্রত্যাশার চেয়ে বেশি বিক্রি হওয়ায় খুশি তারা। মেলা সূত্রে জানা গেছে, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়োজনে গত ১৬ জানুয়ারি থেকে শুরু হওয়া এ মেলায় ২০টি স্টলে প্রায় ৫০ হাজার নানা প্রজাতির ফুল ও ৩০ হাজার ফলের চারা বিক্রি হয়েছে। সব মিলিয়ে প্রায় ১ কোটি টাকার ফুল ও ফলের গাছ বিক্রি হয়েছে। যা বিগত সময়ের চেয়ে অনেক বেশি। ফাইভ স্টার নার্সারীর মালিক শেখ মো: আইনুল হক বলেন, এবারের মেলায় পুষ্পপ্রেমীদের গাছ কেনার আগ্রহ ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে ছাদবাগানীরা তাদের পছন্দের গাছ কিনতে পেরেছেন বেশি।

অন্ধকার থেকে আলো নার্সারির মালিক মোঃ জালাল ফকির বলেন, আমি প্রায় ৩০ থেকে ৩২ বছর যাবত নার্সারির ব্যবসার সাথে জড়িত। মানুষ বিশেষ করে ফুলগাছ কিনতে আগ্রহী, তাদের কথা মাথায় রেখে এবারের মেলায় বেশি পরিমাণে ফুলগাছ এনেছিলাম, আর বিক্রিও বেশি হয়েছে ফুলগাছ।
এ বিষয়ে ময়মনসিংহ জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি ও খানে মোহাম্মদ আলী নার্সারির মালিক মোঃ সুরুজ আলী বলেন, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রচার-প্রচারণা বেশি হওয়ায় এবারের মেলায় সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ফুলের গাছ। দাম কম রাখায় ক্রেতারা তাদের পছন্দমতো গাছ কিনতে পেরেছেন। এমন মেলা আরও বেশি করে হলে বৃক্ষরোপণের প্রতি মানুষের আগ্রহ বাড়বে।

- Advertisement -

মেলার উদ্দেশ্য প্রসঙ্গে জানতে চাইলে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু জানান, আমাদের এবারের পুষ্পমেলার আয়োজন করার উদ্দেশ্য ছিল মূলত নতুন প্রজন্মের কাছে বিভিন্ন প্রজাতির ফুল, ফলের গাছকে চেনানো। যারা ফুল, ফলের গাছ চেনেন না বা ফুল, ফলের গাছের কিভাবে পরিচর্যা করতে হয় তা জানেন না, তাদের একটি সুন্দর ধারণা দিয়েছেন নার্সারি মালিকরা। যারা নার্সারি উদ্যোক্তা রয়েছেন তাদের পণ্য সরাসরি সাধারণ মানুষের কাছে তুলে ধরা এবং এই সেক্টরে যারা যুক্ত আছেন তাদের আর্থ-সামাজিক উন্নয়ন ও বেকারদের একটি কর্মসংস্থানের সৃষ্টি করা। পাশাপাশি নগরকে সবুজায়ন করতে নগরবাসীকে ছাদবাগানের প্রতি উৎসাহিত করা।

আরও পড়ুন: বগুড়ায় হিরো আলমকে কেন্দ্র করে আ’লীগের দুই পক্ষের মারামারি!

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ

spot_img