Sunday, April 2, 2023

মিমকে বর নিয়ে সন্তুষ্ট থাকার পরামর্শ পরীমনির

- Advertisement -

আলোচিত ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমা দুটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম ও শরিফুল রাজ। এই জুটির পর্দার রসায়নের বাইরে বাস্তবেও নাকি রোমান্স জমে উঠেছে বেশ। ঢালিউড পাড়ায় এই গুঞ্জনই ভেসে বেড়াচ্ছে। গুঞ্জনের পালে আরও বেশি হাওয়া লাগালেন শরিফুল রাজের স্ত্রী ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি নিজেই। পরীমনি তার ফেসবুকে বুধবার (৯ নভেম্বর) দিনগত রাত ২টার পর এক স্ট্যাটাস দেন। সেখানে তিনি রাজ-মিমের দুই সিনেমার পরিচালক রায়হান রাফিকে দালাল বলে আখ্যা দেন।

- Advertisement -

মিমকে ট্যাগ দিয়ে পরীমনি লেখেন, ‘মিম, নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।’
রাফিকে পরী লেখেন, ‘সিনেমার সাথে সাথে দালালিটাও ভাল করেন দেখি।’ রাজের উদ্দেশে লেখেন, ‘এটা এতদূর গড়াতে দেওয়া উচিত হয় নাই তোমার।’ এরপর তিনি ধন্যবাদ দিয়ে তার স্ট্যাটাস শেষ করেন।

এই স্ট্যাটাসের পর রাজ, মিম ও রাফি কেউ কোনো উত্তর দেয়নি। তবে মুহূর্তেই পরীমনির স্ট্যাটাসটি ভাইরাল হয়েছে। স্যোশাল মিডিয়ায় প্রশ্ন উঠেছে তাহলে কি রাজ ও পরীমনির সংসার ভেঙে যাচ্ছে? আবার কেউ কেউ বলছে মিমের সংসারও কি টিকবে?

- Advertisement -

আরও পড়ুন: হৃদয়ে কেন্দুয়া’র উদ্যোগে লোকজ উৎসব অনুষ্ঠিত

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ

spot_img