মোহনগঞ্জে সর্বধর্ম সমন্বয় শিবদূর্গা আশ্রম, দয়াময় মন্দির শুভ উদ্বোধন হয়েছে। বুধবার মোহনগঞ্জ দক্ষিণ দৌলতপুর নব নির্মিত দৃষ্টি নন্দন মন্দিরের মাঠে অনুষ্ঠানের মাধ্যমে মন্দির উদ্বোধন করেন, সর্বধর্ম মিশন, বাংলাদেশ সভাপতি শ্রী প্রভাত কান্তি পাল।
স্বাগত বক্তব্য রাখেন, মোহনগঞ্জ দয়াময় মন্দিরের সেক্ট্রেটারী বাবু বিমল চন্দ্র পাল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোহনগঞ্জ পৌর মেয়র লতিফুর রহমান রতন, উপজেলা চেয়ারম্যান মো. শহীদ ইকবাল, ভাইস চেয়ারম্যান বাবু দিলীপ দত্ত। ফলক উন্মোচন করেন, আগরতলা ভারত থেকে আগত সর্বধর্ম মিশন সেক্ট্রেটারী, শ্রীযুক্ত তপন কুমার চৌধুরী প্রমূখ।
আরও পড়ুন: গৌরীপুর উপজেলায় অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভা