বছর ব্যাপি মোহনগঞ্জ প্রাথমিক শিক্ষা অফিস কতৃক বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি প্রকাশের ভয়ে মোহনগঞ্জ প্রেসক্লাব ও সাংবাদিকদের না জানিয়ে মোহনগঞ্জে পালিত হয়েছে প্রাথমিক শিক্ষা সপ্তাহ।
এ উপলক্ষে মোহনগঞ্জ মাল্টিপারপাস হলরুমে প্রায় শতাধীক মানুষের অংশ গ্রহনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ছাব্বির আহমেদ আকুঞ্জি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি মো. জাহাঙ্গীর আলম,ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ সাহা,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির বিদায়ী সভাপতি মোস্তফা কামাল জিয়া, নবনির্বাচিত সভাপতি মুঃ রানা আসিফ।
এ বিষয়ে শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ সাহা জানান, শিক্ষা সপ্তাহের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রয়োজন নেই । তাই উপজেলা প্রশাসন ও জন প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠান করা হয়েছে।
আরও পড়ুন: একশো এগারো শূন্যপদ নিয়ে প্রাথমিক শিক্ষার মন্থরগতি