মোহনগঞ্জে প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি করে তার ফেসবুক স্টরিতে পোস্ট করার অপরাধে নূর মিয়া (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে বড়কাশিয়া বিরামপুর ইউনিয়নের বাহাম গ্রামের ছিদ্দিক মিয়ার ছেলে।
তার নামে মোহনগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে শুক্রবার তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে। নূর মিয়া বৃহস্পতিবার রাতে এমন ছবি পোস্ট করলে রাতেই তাকে শিবির বাজার থেকে গ্রেফতার করা হয়। মোহনগঞ্জ থানার ওসি তদন্ত রাশেদুল ইসলাম জানান,নূর মিয়া বিএনপি সমর্থক। সে প্রধানমন্ত্রীকে বিকৃত করে তার ফেসবুক আইডিতে বিভিন্ন সময় একাধিক ছবি পোস্ট করেছে।
আরও পড়ুান: চন্দনাইশে শহিদ শেখ কামালের জন্মবার্ষিকী পালিত