মোহনগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০ টায় উপজেলা চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্থবক অর্পণ করেন নেত্রকোনা ৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিনের পক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি লতিফুর রহমান রতন ও সাধারণ সম্পাদক মো. শহীদ ইকবাল।
পরে অন্যান্য সংগঠনের শ্রদ্ধাঞ্জলি মেষে পৌর শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এক বিশাল র্যালি অনুষ্ঠিত হয়। র্যলি শেষে মাল্টিপারপাস হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা নিবার্হী অফিসার ছাব্বির আহমেদ আকুঞ্জির সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মো . শহীদ ইকবাল, ভাইস চেযারম্যান বাবু দীলিপ কুমার দত্ত, তাহমিনা আক্তার শান্তা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক,আব্দুল হান্নান রতন, ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন চৌধুরী, এডভোকেট হাবিবুর রহমান, প্রেসক্লাব সম্পাদক মাসুম আহম্মেদ,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য আনোয়ার হোসেন, উপজেলা ছাত্র লীগের আহবায়ক ফয়েজ রহমান প্লাবন। সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নূরুজ্জামান প্রমূখ।
আরও পড়ুন: দুর্গাপুরে মহিলা আ.লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত