মোহনগঞ্জে শৈলজারঞ্জণ সংস্কৃতি কেন্দ্র ও ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার ময়মনসিং সার্কিট হাউজ মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব প্রকল্প উদ্বোধন করেন। বেলা ৩ টায় উদ্বোধন কালে মোহনগঞ্জ শৈলজারঞ্জণ সংস্কৃতি কেন্দ্রে উপস্থিত ছিলেন,যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক মো. আব্দুল্লাহ, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম,বিশিষ্ট সংস্কৃতি ব্যক্তি অমল সরকা, প্রেসক্লাব সম্পাদক মাসুম আহম্মেদ।
এসময় মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন কালে উপস্থিত ছিলেন,নেত্রকোনা সিভিল সার্জন , মো. সেলিম মিয়া, টিএইচএ মাহমুদা মাদবী . আরএমও পার্থ সরকার ও অন্যান্য মেডিক্যাল অফিসার,নার্স ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।
আরও পড়ুন: খাদ্যমন্ত্রীর সুস্থতা কামনায় সাপাহার প্রেস ক্লাবে বিশেষ দোয়া অনুষ্ঠিত