Thursday, March 30, 2023

মোহনগঞ্জে ৬ চোর গ্রেফতার

মাসুম আহম্মেদ, মোহনগঞ্জ প্রতিনিধি

- Advertisement -

মোহনগঞ্জে ৬ চোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ । প্রথমে দেওথান গ্রামের আবু চানের ছেলে শুক্কুর আলী ও শেখ বাড়ী বাসারত চন্দন চৌধুরীর ছেলে ওয়ালিদ কে গ্রফতার করে পুলিশ। তারা মোহনগঞ্জে পৌর শহরের চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের দেয়া তথ্য মতে আরোও চার চোরকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ ।

- Advertisement -

তারা দেওথান গ্রামের আলী হোসেন,শরীফ মিয়া,সাদী ও মাইলোড়া গ্রামের আয়নাল। শনিবার ওসি মো. রফিকুল ইসলাম জানান,তাদেরকে নেত্রকোনা কোর্টে পাঠানো হয়েছে। মোহনগঞ্জ পৌর শহরের একাধীক চুরির ঘটনা ঘটছে। বিশেষ অভিযান চালিয়ে শেখ বাড়ী থেকে ওয়ালিদ ও দেওথান থেকে শুকুর আলীকে গ্রেফতার করা হয়। তারা ১৫/১৬ জন চোরের নাম প্রকাশ করেছে। তাদের মধ্যে আরো চার জনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতার করা হবে। অভিযান চলমান রয়েছে।
আরও পড়ুন: ছাত্র-ছাত্রীদের আনন্দময় পড়াশোনার সুযোগ তৈরি করতে হবে: ড. মুহাম্মদ জাফর ইকবাল

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ

spot_img