ময়মনসিংহ সদর উপজেলার ৭নং চর নিলক্ষীয়া ইউনিয়নের সাহেব কাচারি বাজারে ভয়াভহ অগ্নিকান্ডে পুড়ে যাওয়া চারটি দোকান মালিকদের সহানুভূতি জানাতে ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করলেন জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক ও বাংলাদেশ মফাস্বল সাংবাদিক ফোরাম (বি এম এস এফ) এর কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ওয়াহিদুজ্জামান আরজু।
বুধবার (১ জুন) বিকেলে অত্র ইউনিয়নের দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ স্থান পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করেন।
এ সময় তিনি বিরোধীদলীয় নেত্রী বেগম রওশন এরশাদকে অবহিত করে ক্ষতিগ্রস্থদের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
পরিদর্শনকালে স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃআমিনুল ইসলাম, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ন-আহব্বায়ক মাসুদ রানা,৭নং চর নিলক্ষীয়া ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ন-আহব্বায়ক মোঃ হযরত আলী,মোঃ আবুল মুন্সুর ফকির,শহিদুল্লাহ মুন্সী,মাহতাব উদ্দিন,রফিকুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।