ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জয়ের মিশনে নিজেদের প্রথম ম্যাচে ইউরোপিয়ান দল সার্বিয়ার বিপক্ষে মাঠে নেমে রিচারলিসনের জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ব্রাজিল।
লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হয় ম্যাচটি।
প্রথমার্ধে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা এগিয়ে নিয়ে যায়। ব্রাজিল বেশ কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। এতে গোল ছাড়াই বিরতিতে যেতে হয় তাদের।
ব্রাজিল একাদশ
অ্যালিসন, দানিলো, থিয়াগো সিলভা, মারকুইনহস, এলেক্স সান্দ্রো, ক্যাসেমিরো, পাকুয়েতা, নেইমার, রাফিনহা, রিচারলিসন, ভিনিসিয়ুস জুনিয়র।
ব্রাজিল একাদশ
অ্যালিসন, দানিলো, থিয়াগো সিলভা, মারকুইনহস, এলেক্স সান্দ্রো, ক্যাসেমিরো, পাকুয়েতা, নেইমার, রাফিনহা, রিচারলিসন, ভিনিসিয়ুস জুনিয়র।
আরও পড়ুন: ব্ল্যাকফ্রাইডে উপলক্ষে exonhost এ ৬০ শতাংশ পর্যন্ত ছাড়!