Thursday, March 30, 2023

রোটারিয়ান এম নাজমুল হাসানসহ বিএনপির ৫০ নেতাকর্মীর জামিন

সমরেন্দ্র বিশ্বশর্মা, বিশেষ প্রতিনিধি

- Advertisement -

পুলিশের দায়ের করা বিষ্ফোরক আইনের মামলায় বিএনপি নেতা রোটারিয়ান এম নাজমুল হাসান সহ ৫০ জন নেতাকর্মী আগাম জামিন পেলেন।

- Advertisement -

রোববার হাই কোর্ট থেকে এ জামিন দেয়া হয়।
গত ১১ ফেব্রুয়ারি বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে ইউনিয়ন পদযাত্রায় অংশ নেন জিয়ামঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও নেত্রকোণা-৩ আসনের বিএনপির মনোয়ন প্রত্যাশী রোটারিয়ান এম নাজমুল হাসান সহ অনেক নেতাকর্মী।

কর্মসূচি চলাকালে তারা বলাইশিমুল ইউনিয়নের কুমুরুড়া বাজারে পুলিশের বাঁধার মুখে পরেন। পুলিশ ধাওয়া করে তাদের কর্মসূচি পন্ড করে দেয়। রোটারিয়ান এম নাজমুল হাসান জানান, পুলিশ বিষ্ফোরক আইনে সম্পূর্ন উদ্দেশ্যমূলক ভাবে তিনি সহ ৫০ জনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করেন।

- Advertisement -

ওই মামলায় রোববার তাদেরকে আগাম জামিন দেয়া হয়েছে। জামিনে মুক্তি পেয়ে রোটারিয়ান এম নাজমুল হাসান আদালতের প্রতি কৃতজ্ঞতা জানান।

আরও পড়ুন: আটপাড়ায় খিলা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এম.পি অসীম কুমার উকিল

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ

spot_img