Friday, March 31, 2023

র‍্যাবের অভিযানে ফেন্সিডিল ও মোটরসাইকেল জব্দসহ এক মাদক ব্যবসায়ী আটক

নিরেন দাস,জয়পুুরহাট প্রতিনিধি

- Advertisement -

র‍্যাব-৫, সিপিসি-৩,জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল মাদক বিরোধী অভিযানে নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন নানাইচ এলাকায় অভিযান চালিয়ে ২৩৪ বোতল ফেন্সিডিল ও ১ টি মোটরসাইকেল জব্দসহ মোঃ সোহাগ রানা (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব সদস্য।

- Advertisement -

সোমবার (১৩ মার্চ) দুপুরে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় জয়পুুরহাট র‍্যাব ক্যাম্পের একটি চৌকশ অপারেশনাল দল কোম্পানি অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এবং স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মোঃ নুরল হুদা এর নেতৃত্ব্বে, নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন নানাইচ এলাকায় অভিযান চালিয়ে ২৩৪ বোতল ফেন্সিডিল,১ টি মোটর সাইকেলসহ ধামইরহাট উপজেলার পূর্ব তাহেরপুর এলাকার মোঃ ইদ্রিস আলীর ছেলে মাদক ব্যবসায়ী মোঃ সোহাগ রানা কে হাতেনাতে আটক করেছে জয়পুুরহাট র‍্যাব-৫ এর সদস্যরা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় আটককৃত মাদক ব্যবসায়ী নানাইচ এলাকায় মাদক ব্যবসার সাথে দীর্ঘদিন থেকে জড়িত। সে ভারত সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিলের একটি বড় চালান আসবে এবং রাতেই তা বাসে করে ঢাকায় চলে যাবে এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, এর সদস্যরা নানাইচ এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাকে আসামীকে আটক করে।

- Advertisement -

পরবর্তীতে ধৃত আসামীর বিরুদ্ধে নওগাঁ জেলার ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: অসুস্থ সাকারুলের চিকিৎসায় সহযোগিতা করলেন ইউএনও মো: শাকিল আহমেদ

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ

spot_img