Friday, March 24, 2023

র‍্যাবের অভিযানে ১২ ঘন্টার মধ্যে ধর্ষক আটকসহ তিনজন ভিকটিম উদ্ধার

নিরেন দাস,জয়পুুরহাট প্রতিনিধি:

- Advertisement -

জয়পুরহাটের কালাইয়ে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে মাত্র মধ্যে অভিযুক্ত মো.কামরুজ্জামান প্রামানিক (৩৮) নামে এক ধর্ষককে আটক করাসহ তিনজন ভিকটিমকে উদ্ধার করেছে র‍্যাব সদস্যরা।

- Advertisement -

রোববার(২৬ শে ফেব্রুয়ারি) গভীরাতে উপজেলার থল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রোববার রাত সাড়ে ৯ টায় র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

আটককৃত ধর্ষক হলেন, কালাই উপজেলার থল এলাকার মো.আমজাদ হোসেনের ছেলে মো. কামরুজ্জামান প্রামানিক।

- Advertisement -

র‍্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মো.মাসুদ রানা এর নেতৃত্বে, রোববার গভীরাতে জেলার কালাই উপজেলার থল এলাকায় অভিযান চালিয়ে তিনজন ভিকটিম উদ্ধারপূর্বক ধর্ষক আসামী মো.কামরুজ্জামান প্রামানিক আটক করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ্য যে থাকে, অভিযুক্ত মো. কামরুজ্জামান গোপনে ভিকটিম মোছাঃ আনোয়ারা বেগম এর গোসলের ভিডিও ধারণ করে এবং এই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে প্রায় দুই সপ্তাহ ধরে বিভিন্ন সময় জোরপূর্বক ধর্ষণ করে। শারীরিক সম্পর্কে রাজি না হলে ভিডিও অনলাইনে ছেড়ে দেওয়ার হুমকি দেয়।

- Advertisement -

পরবর্তীতে (২৬ শে ফেব্রুয়ারি) রোববার আনুমানিক রাত্রি দেড় টায় গোপনে ভিটিমের টিনের বেড়া দিয়ে ঘেরা বাড়ির জানালা ভেঙ্গে বাড়িতে ঢুকে ভিকটিমের দুই ছেলে আমিনুল ইসলাম ও মিসবাহ উল হককে পাশের রুমের বাইরে থেকে তালা দিয়ে আটকে রেখে ভিকটিম মোছাঃ আনোয়ারা বেগমকে তার নিজ কক্ষে ধর্ষণ করে। ঘটনার পর ভোর রাতে ভিকটিমের ছেলে মো. আমিনুল জয়পুরহাট র‍্যাব ক্যাম্পে ফোন করে বিষয়টি জানানোর সাথে সাথে র‍্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সত্যতা পেলে। জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের আভিযানিক দল জয়পুরহাটের কালাই উপজেলার থল এলাকা থেকে ভিকটিম এবং তার দুই ছেলেকে উদ্ধার পূর্বক মাত্র ১২ ঘন্টার মধ্যে ধর্ষক মো.কামরুজ্জামান প্রামানিক আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে ধৃত আসামী অভিযুক্ত ধর্ষক মো. কামরুজ্জামান প্রামানিক বিরুদ্ধে জেলার কালাই
থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: সাপাহারে প্রযুক্তিগত ও ব্যবস্থাপনা সংক্রান্ত উন্নততর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ