ময়মনসিংহের তারাকান্দায় আলোচিত কৃষক গোলাপ হোসেন (৫০) হত্যাকান্ডের পলাতক আসামী হারুন-অর-রশিদ(৫০)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করিলে ফৌজিদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে হত্যাকান্ডের ঘটনা স্বীকার করে।
জানা গেছে,গত ২১ জানুয়ারি হারুন নিজ জমিতে পানি সেচ দেওয়ার জন্য যায়।এ সময় আসামী হারুন ও ভিকটিম গোলাপ হোসেনকে তার জমিতে পানি দেওয়ার কথা বললে গোলাপ হোসেন অস্বীকৃতি জানান। এতে আসামী হারুন ক্ষিপ্ত হয়ে ঘটনাস্থলেই সেচ যন্ত্রের পাশে থাকা একটি বাঁশের লাঠি দিয়ে গোলাপ হোসেনের মাথায় আঘাত করে। মাথায় আঘাতের ফলে ঘটনাস্থলেই মারা যান গোলাপ হোসেন।
মৃত গোলাপ হোসেনের মেয়ে বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে। দীর্ঘদিন পলাতক থাকার পর মামলার তদন্তকারী কর্মকর্তা রায়হানুর রহমান ও সঙ্গীয় ফোর্স কোতয়ালী মডেল থানাধীন ভাবখালী এলাকা হইতে হারুন অর রশিদ কে গ্রেফতার করে।
তারাকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান,গ্রেপ্তারকৃত আসামী হারুন অর রশিদ বালিখাঁ মধ্যেপাড়া সাকিনের জনৈক আব্দুল মান্নার এর মালিকানাধীন পুকুরের উত্তর পাড় হইতে আসামীর নিজ হাতে বাহির করিয়া দেওয়া হত্যাকান্ডে ব্যবহৃত একটি বাঁশের লাঠি উদ্ধার করে। যাহার দৈর্ঘ্য ২২১ সে:মি:। ২৬ ফ্রেবুয়ারী তাকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
আরও পড়ুন: তারাকান্দায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত