Tuesday, March 21, 2023

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা বাড়াতে হবে অসীম কুমার উকিল এমপি

সমরেন্দ্র বিশ্বশর্মা, বিশেষ প্রতিনিধি

- Advertisement -

বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও নেত্রকোণা-৩ আসনের এমপি অসীম কুমার উকিল বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশ। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশে তারাই অবদান রাখবে বেশি। তাদেরকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা বাড়াতে হবে।

- Advertisement -

তাদের সামনে তুলে ধরতে হবে, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও আমাদের লোকজ সংস্কৃতি। রোববার সকালে কেন্দুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠান কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়।

এছাড়া শনিবার উপজেলা সদরের সায়মা শাহজাহান একাডেমির ৪ তলা বিশিষ্ট ভবনের উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরনকালেও তিনি এ কথা বলেন। বিকাল ৩টায় ঐতিহ্যবাহী কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

- Advertisement -

এসময় আরো উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম, ইউএনও কাবেরী জালাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, পৌরসভার মেয়র মোঃ আসাদুল হক ভূঞা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল আলম, ওসি মোঃ আলী হোসেন পিপিএম, জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কবীর চৌধুরী ও সায়মা শাহজাহান একাডেমির প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম ভূঞা।

আরও পড়ুন: রোটারিয়ান এম নাজমুল হাসানসহ বিএনপির ৫০ নেতাকর্মীর জামিন

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ