লোকশিক্ষার মাধ্যম যাত্রা-নাটক জীবনকে চিনতে শেখায়। সাংস্কৃতি বান্ধব প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের সাহিত্য সংস্কৃতি বিকাশে ব্যাপক কাজ করে যাচ্ছেন। সুস্থ্য সংস্কৃতি চর্চায় সংস্কৃতিসেবীদের আরও এগিয়ে আসার আহব্বান জানান নেত্রকোনা ৩- (কেন্দুয়া-আটাপাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশে আওয়ামীলীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।
নেত্রকোনার কেন্দুয়া সুবচন নাট্যগোষ্ঠীর আয়োজনে বুধবার (১৫ ফেব্রুয়ারী) রাতে কেন্দুয়া সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন নাট্যানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
পালা নাট্যকার রাখাল বিশ্বাসের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়াম্যান নূরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পদক আসাদুল হক ভূঞা।
নাট্য প্রযোজনায় ছিলেন সাংবাদিক মাঈন উদ্দিন রয়েল। নাটকটিতে অভিনয় করেন- জহুরুল আলম ভূঞা স্বপন, রাখাল বিশ্বাস, আব্দুস ছালাম গজনবী, হায়দার আলী তালুকদার, দিদারুল ইসলাম, কামরুল হাসান ভূঞা, এড. আল মামুন কোকিল, সাবেক ইউপ চেয়ারম্যান আনোয়ারুল হক তালুকদার কনক, আব্দুল লতিফ, সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, মাঈন উদ্দিন সরকার রয়েল, ফনিভুষণ ভদ্র (মাধু), সৌমিত্র ভদ্র, পূর্ণিমা ব্যানার্জী, লক্ষী রানী, মমতা পÐিত, নূরজাহান বেগম। রাতব্যপী এ অনুষ্ঠানে প্রচুর দর্শক শ্রæতার সমাগম হয়।
আরও পড়ুন: ৪৬টি পদ শূন্য: জরাজীর্ণ ক্লিনিক ভবনে চলছে অফিসের কার্যক্রম