দেশের জনপ্রিয় পালা-গায়ক, লোকশিল্পী আব্দুল কুদ্দুছ বয়াতীর মা আমেনা খাতুন আর নেই। শতবর্ষী এই নারী শনিবার (১১ জুন) বিকালে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের রাজিবপুর গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন।
আব্দুল কুদ্দুছ বয়াতী জানান, তার মা গত ১৫ বছর ধরে শয্যাগত ছিলেন। ছয় মাস ধরে হাঁটতে পারতেন না। শনিবার বিকালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন উদীচী শিল্পী গোষ্ঠী কেন্দুয়া শাখা, ঝংকার শিল্পী গোষ্ঠী, যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ কেন্দুয়া, তমা শিল্পী গোষ্ঠী, বাউল জালাল স্মৃতি পরিষদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ‘অভিশপ্ত আগস্ট’ নাটক মঞ্চায়ন