Tuesday, March 21, 2023

শাকিবকে প্রশ্ন করলেন বুবলী

বিনোদন ডেস্ক:

- Advertisement -

ঢাকাই সিনেমার তারকা জুটি শাকিব খান ও বুবলী। রুপালি পর্দার গণ্ডি পেরিয়ে বাস্তব জীবনেও প্রেম ও বিয়ে করেছেন তারা। তবে সেই সম্পর্কের মাত্রা দিন দিন তেতো হয়ে যাচ্ছে সমালোচনার আঘাতে। বুবলী এখন শাকিব খানের সন্তানের মা।

- Advertisement -

বিয়ে, সন্তান ও বর্তমান সম্পর্কের অবস্থা নিয়ে এতদিন দুজনেই চুপ ছিলেন। এবার একজন আরেকজনকে নিয়ে আস্তে আস্তে মুখ খুলতে শুরু করেছেন। এরমধ্যেই গুঞ্জন উঠেছে শাকিব খান ও বুবলীর ডিভোর্স হয়ে গেছে। কিন্তু এই বিষয়টি নিয়ে কেউ স্পষ্ট করে কিছুই জানাননি আজও। এতে করে সন্দেহের তীর আরও বেশি গতিশীল হচ্ছে। এর আগে শাকিব একটি গণমাধ্যমকে বলেছিলেন, ‘মানুষ কি দেখে বোঝে না, আমাদের দুইজনের মধ্যে এখন কোনো সম্পর্ক নেই! তাদের তো এমনিতেই বোঝা উচিত এই দূরত্বের কথা। ৯ মাস আগে সে (বুবলি) আমেরিকা থেকে আসার পর তার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ নেই আমার। এর মানেটা কী জনে জনে সবাইকে গিয়ে বুঝিয়ে আসতে হবে?’

এবার শাকিব খানকে প্রশ্ন করলেন বুবলী। তিনি একটি গণমাধ্যমে বলেছেন- ‘আমারও একই প্রশ্ন- তার মানে বাবা হিসেবে ওই নয় মাস কোনো দায়িত্বই পালন করেননি তিনি (শাকিব খান)। তাহলে যে বললেন বাচ্চার কথা তিনি (শাকিব) সবার আগে ভাবেন।’

- Advertisement -

শাকিব খান ও বুবলীর পাল্টাপাল্টি মন্তব্যে আবারও নতুন করে শুরু হয়েছে তুমুল আলোচনা ও সমালোচনা। চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলেছেন এভাবে চলতে থাকলে চলচ্চিত্রের প্রতি মানুষের সাধারণ মানুষের শ্রদ্ধা ও সম্মান নষ্ট হয়ে যাবে।

আরও পড়ুন: অস্ত্রোপচার করে নতুন রুপে ক্যাটরিনা

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ