কেন্দুয়ায় পরিদর্শনে এসে সুধীজনের সঙ্গে মতবিনিময় করা ছাড়াও কয়েকটি অফিস ও বিদ্যালয় পরিদর্শন করেন মোঃ শফিকুর রেজা বিশ্বাস,বিভাগীয় কমিশনার,ময়মনসিংহ বিভাগ।
বুধবার ২৭ জুলাই প্রায় ২০০ বছরের প্রাচিন কেন্দুয়া জয়হরিস্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গিয়ে সপ্তম,অষ্টম ও নবম শ্রেনীর শিক্ষার্থীদের শ্রেনীকক্ষে ঢুকে ক্লাস নেন তিনি।
এসময় তিনি বলেন, আমরা বাড়ি থেকে হেঁটে গিয়ে অনেকদুর স্কুলে পড়েছি। হারিকেনের আলোতে পড়তে হয়েছে। তখন গ্রামে কোন বিদ্যুৎ ছিলনা।
তোমরা ভা্লোভাবে লেখাপড়া করো, তোমাদের মধ্যে কেউ ডিসি, কেউ এসপি বা কেউ এমপি মন্ত্রী বা কেউ বিভাগীয় কমিশনার অথবা সচিব হবে।
তোমরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা সাহিত্য ও স্ংস্কৃতিকচর্চা করবে। তবেই ভালো মানুষ হতে পারবে। এসময় নেত্রকোনার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, স্রষ্টার প্রতি বিশ্বাস,মাতা পিতার দোয়া ও গুরুজনদের মান্যকরে চলতে হবে।
পরিদর্শনকালে ইউএনও মাহমুদা বেগম,প্রধান শিক্ষক কবীর চৌধিরী,সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকন উদ্দিন খান,শ্রেনী শিক্ষক তপন চন্দ্র ভদ্রসহ অন্যান্য শিক্ষকগন উপস্থিত ছিলেন।
বিভাগীয় কমিশনার বিদ্যালয়েে পৌছলে শিক্ষ্র্থী ও শিক্ষকগন ফুলের তোরা দিয়ে বরণ করেন।
আরও পড়ুন: দুর্গাপুরে কমরেড মণি সিংহের জন্মদিন পালিত