নেত্রকোনার মোহনগঞ্জে “মুক্তিযুদ্ধে মোহনগঞ্জ মহেশখলা ইয়ুথ ক্যাম্প ও ডা. আখলাকুল হোসাইন আহমেদ” নামে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সংবিধানে যেভাবে বলা আছে আগামী জাতীয় নির্বাচন সহ সকল নির্বাচন সেভাবেই হবে।
তিনি আরোও বলেন যারা বলেন, সংবিধান মেনে গত নির্বাচন সুষ্ঠ হয়েছে তাই জনগণ নির্বাচন মেনে নিয়েছে। শুক্রবার মোহনগঞ্জ পৌর পালিক হলে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সুপ্রীম কোর্টের আপীল বিভাগের মাননীয় বিচারপতি ওবায়দুল হাসন ।
এতে মুখ্য অলোচক হিসেবে বক্তব্য রাখেন, শেখ হাসনা বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক্য ড. গোলাম কিবরিয়া, সংসদ সদস্য অসীম কুমার উকিল, বইটির লক্ষ ও উদ্দেশ্য তুলে ধরেন, ডা.আখলাকুল হোসাইন আহমেদ মেমোরিয়াল ট্রাস্টের সদস্য প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান,স্বাগত বক্তব্য রাখেন,ট্রাস্টি বোর্ডের সম্পাদক,সাইফুল হাসান,অপু উকিল ,জেলা প্রশাসক অঞ্জণা খান মজলিশ, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত কুমার সজল,জেলা আওয়ামী লীগের এড.সভাপতি আমিরুল ইসলাম, সম্পাদক শামছুর রহমান ভিপি লিটন, মোহনগঞ্জ পৌর মেয়র লতিফুর রহমান রতন ,সঞ্চালনা দিলীপ দত্ত ও কামরুজ্জামান ।
আরও পড়ুন: মনোনয়ন ফরম জমা দিলেন মেম্বার প্রার্থী হানিফ পাইক