এক সময় বীমা পলিসির কথা শুনলে মানুষের মনে নানান ধরনের ভাবনা সৃষ্টি হত। বর্তমানে বীমা রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে রয়েছে। আগামী দিনে সময়ের কালক্রমে বীমা আধুনিক ব্যাবস্থাপনার মধ্যে চলে আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত।
বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বীমা দিবস উপলক্ষে বর্নাট্য র্যালি শেষে পরিষদ হল রুমে আলোচনায় এসব কথা বলেন তিনি।
উপজেলা একাডেমিক সুপারভাইজার সুধন কুমার বিশ্বাস এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.ফজলুল হক, ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, পপুলার লাইফ ইন্সুরেন্স এর তারাকান্দা শাখার এ জি এম মোহাম্মদ আলী, সাধুপাড়া দাখিল মাদরাসার সুপার মোয়াজ্জেম হোসেন আজমী,প্রমূখ।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন, শিক্ষকমন্ডলী সহ পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লি:এর ভুগলি দারুল আরকাম শাখা ব্যাবস্থাপক আবুল কাশেম মাষ্টার,ইউনিট ম্যানেজার আব্দুল বারেক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
“আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ” এই প্রতিপাদ্যে দিবসটি পালিত হয়েছে।
আরও পড়ুন: জৈন্তাপুরে পুলিশের অভিযানে ৫ আসামি আটক