Thursday, March 30, 2023

সাংবাদিক মাসুদুর রহমান আর নেই

লতিবুর রহমান খান, বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি

- Advertisement -

নেত্রকোনার বারহাট্টায় সাংবাদিক মাসুদুর রহমান খান মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মাসুদুর রহমান খান বারহাট্টা সদর ইউনিয়নের আজমতপুর গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে ও যুগান্তর পত্রিকার বারহাট্টা উপজেলা প্রতিনিধি ছিলেন।

- Advertisement -

সোমবার রাত ৮টা ৩০ মিনিটের সময় অসুস্থতাজনীত কারণে তার নিজ বাড়ীতে মারা যান। তার অকাল মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। উপজেলা নির্বাহী অফিসার ও বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি এস.এম. মাজহারুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের সাথে নিয়ে মাসুদুর রহমানের মৃতদেহে ফুল দিয়ে শুভেচ্ছা নিবেদন করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন। মরহুমের নামাজের জানাযা মঙ্গলবার বেলা ১১ ঘটিকার সময় আজমতপুর গ্রামে অনুষ্ঠিত হয়।

- Advertisement -

এডভোকেট মজিবুর রহমানের সঞ্চালনায় জানাযার নামাজ পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাইনুল হক কাসেম, উপজেলা নির্বাহী অফিসার ও বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি এস.এম. মাজহারুল ইসলাম, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল, সাবেক বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহমত আলী, সাবেক অবসর প্রাপ্ত ডি.এ.ডি বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন, সাংবাদিক রোকনুজ্জামান খান প্রমুখ। জানাযার নামাজ শেষে আজমতপুর গ্রামে তার পারিবারিক গোরস্থানে লাশ দাফন করা হয়।

আরও পড়ুন: ঝিনাইগাতীতে পুরনো ইট দিয়েই চলছে প্যালাসাইডিং নির্মাণ

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ

spot_img