নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সিনিয়র সাংবাদিক ও দুর্গাপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য,সর্বজন শ্রদ্ধেয় সিনিয়র সাংবাদিক সাহাদাত হোসেন কাজল শনিবার ১৯ নভেম্বর ২০২২ সকাল ৯টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলে ৬৫ বছর।মঙ্গলবার ১২ ঘটিকার সময় সাংবাদিক সমিতির কার্যালয়ে এই গুনি সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দুর্গাপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ওয়ালী হাসান তালুকদার কলি, সাংগঠনিক সম্পাদক রাজেশ গৌড়, দপ্তর সম্পাদক নুর আলম,ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পলাশ সাহা, মহুরুমের বাল্যবন্ধু মোঃ আবু সিদ্দিক, মোঃ জসিম উদ্দিন সহ সাংবাদিক সমিতির অন্যান্য সদস্যদের উপস্থিতে দোয়া মাহফিল পরিচালনা করেন হজরত আবু তালহারা, আবাসিক হাফিজিয়া মাদ্রাসার মুহতামীম মাওলানা মনজুরুল হক মিরাজী।
আরও পড়ুন: দুর্গাপুরে এইচবিবি কাজের রাস্তা উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা