Thursday, March 30, 2023

সাংস্কৃতিক চর্চা যত বেশী হবে সমাজ তত সুন্দর হবে: প্রফেসর ননী গোপাল সরকার

স্টাফ রিপোর্টার

- Advertisement -

নেত্রকোনার কেন্দুয়ার সুনামধন্য লেখক, পালা-নাট্যকার রাখাল বিশ্বাসের ৬২ তম জন্মদিন পালন উপলক্ষে বুধবার বিকালে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নেত্রকোনা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান লেখক কবি ননী গোপাল সরকার বলেছেন, “সাংস্কৃতি চর্চা যত বেশী হবে সমাজ তত সুন্দর হবে।”

- Advertisement -

১৫ মার্চ বুধবার বিকালে কেন্দুয়া সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে রাখাল বিশ্বাসের জন্মদিনের আয়োজন করে কেন্দুয়া সাংস্কৃতি পরিষদ। কেন্দুয়া বাজার কমিটির সভাপতি ও পৌর আ’লীগ সভাপতি এনামুল হক ভূঞার সভাপতিত্বে লেখকের ‘লোকসাহিত্য ও সংস্কৃতির প্রকাশিত গ্রন্থ’ নিয়ে আলোচনা করেন প্রফেসর ননী গোপাল সরকার, ‘গল্প ও উপন্যাস’ নিয়ে কথা বলেন সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখলেছুর রহমান বাঙালী, ‘নাট্যগ্রন্থ’ নিয়ে কথা বলেন বেতার ও টিভি শিল্পী প্রবীন অভিনয় শিল্পী জহিরুল আলম স্বপন এবং তার সাংবাদিকতা বিষয়ে কথা বলেন প্রেসক্লাব সদস্য সাংবাদিক মজিবুর রহমান, রিপোর্টার্স ক্লাব সভাপতি ও সাংবাদিক আসাদুল করিম মামুন, সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক ও কবি সমরেন্দ্র বিশ্বশর্মা, যুগান্তর প্রতিনিধি সাংবাদিক মামুন অর রশিদ মামুন।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন গীতিকার মীর্জা রফিকুল হাসান ভান্ডারী, উদীচী কেন্দুয়া শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক মহিউদ্দিন সরকার, কেন্দুয়া সাংস্কৃতিক পরিষদের আহŸায়ক মাইনউদ্দিন মাস্টার।

- Advertisement -

এ সময় কেক কেটে লেখকের জন্মদিন পালন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ও ছড়াকার রহমান জীবন। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী জহুরুল আলম স্বপন, মনিষা মান্নান মণি, টিভি শিল্পী ওয়ালীউল হক, অনুকূল সরকার, হৃদয় হাসান, বাউল শফিকুল ইসলাম, গোলাম মোস্তফা, রাকিবুল হাসান প্রান্ত ও পালাগান পরিবেশন করেন সবুজ বয়াতী ও তার দল।
আরও পড়ুন: শেরপুরে ডায়াগনস্টিকের মালিক সাজলেন ডাক্তার: পুঙ্গুত্ব হতে বসেছে এক শিশু!

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ

spot_img