জাতীয় সংসদ নির্বাচন ও ১১মার্চ আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ময়মনসিংহে নির্বাচনী সভাকে সামনে রেখে কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকাল ৪টা থেকে রাত ৭টা পর্যন্ত এ সভা চলে। চিরাং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ সামছু মিয়া মহাজনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও নেত্রকোণা-৩ আসনের এম.পি অসীম কুমার উকিল।
তিনি বলেন, হামলা মামলা সন্ত্রাস ও জঙ্গিবাদের রাজনীতি আওয়ামীলীগ করেনা । যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে থাকবে দেশ ততদিন নিরাপদ বাংলাদেশ। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনেও নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর আসনে অধিষ্টিত করার দাবি জানান তিনি।
চিরাং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল কবির খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, সাধারন সম্পাদক পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূঞা ও যুগ্ম সাধারন সম্পাদক মোঃ কামরুল হাসান ভূঞা, শহিদুল হক ফকির বাচ্চু ও তাজুল ইসলাম তাজু প্রমুখ।
আরও পড়ুন: কলমাকান্দার বরুয়াকোনা সাধু ফেডারিক উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী