Friday, March 31, 2023

৫ বছরের সাজা এড়াতে পলাতক একযুগ অবশেষে ধরা

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি:

- Advertisement -

নেত্রকোনার কলমাকান্দায় চুরির মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোসা. সাফিয়া বেগমকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সাজা থেকে বাঁচতে তিনি একযুগ ধরে পলাতক ছিলেন। কিন্তু এতেও শেষ রক্ষা হলো না তাঁর। অবশেষে সিধলী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের হাতে গ্রেপ্তার হলেন তিনি।

- Advertisement -

আজ শুক্রবার সন্ধ্যায় কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের আনন্দপপুর গ্রামে বোনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোসা. সাফিয়া বেগম কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নের বৈলন চানকোনা গ্রামের আব্দুর রবের স্ত্রী।

নেত্রকোনার জেলার কলমাকান্দা থানার আওতাধীন সিধলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. এনামুল হক এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

- Advertisement -

পরিদর্শক মো. এনামুল হক জানান, সাফিয়ার বিরুদ্ধে ২০০৫ সালে রাজধানীর গুলশান থানায় একটি চুরির মামলা হয়। ২০১০ সালে সে মামলায় সাফিয়াকে পাঁচ বছরের সাজা দেন আদালত। তারপর থেকেই পলাতক ছিলেন তিনি।

পরিদর্শক মো. এনামুল হক আরও জানান, গোপন সংবাদে সাফিয়াকে শুক্রবার সন্ধ্যায় উপজেলার আনন্দপপুর গ্রামে বোনের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আগামীকাল (শনিবার) সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।

- Advertisement -

আরও পড়ুন: দুর্গাপুরে ২ একর খাস জমি উদ্ধার করলেন এসিল্যান্ড আরিফুল ইসলাম

- Advertisement -
সম্পর্কিত সংবাদ
- Advertisment -

সর্বশেষ সংবাদ

spot_img