নেত্রকোণার আটপাড়ায় বানিয়াজান ইউনিয়নের চাড়িয়া বেরী বাঁধ ও দুওজ ইউনিয়নের চারিগাতীয়া বেরী বাঁধ পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এনামুল হক শামীম।
উপমন্ত্রীর আগমন উপলক্ষে ফুল দিয়ে বরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক নেত্রকোণা-৩ আসনের সাংসদ অসীম কুমার উকিল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান ভি.পি লিটন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো: খায়রুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো: ফেরদৌস রানা আনজু ও নির্বাহী অফিসার মো: শাকিল আহমদ, প্রেসক্লাবের সভাপতি মো: জহিরুল ইসলাম খান হীরা ও সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগ, আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।
বরণ অনুষ্ঠানের পর চাড়িয়া (৩৬০ মিটার) ও চারিগাতীয়া (৩৪৫ মিটার) বেরী বাঁধ পরিদর্শন করেন এবং দুওজ ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনায় বক্তব্য রাখেন।
আলোচনা সভায় উপমন্ত্রী এনামুল হক শামীম ৭ দিনের মধ্যে বেরী বাঁধ নির্মাণের কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এছাড়া তিনি স্থানীয় এম.পি অসীম কুমার উকিলের দাখিলকৃত বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দেন।
আরও পড়ুন: রাজারহাটে দৈনিক মানবজমিনের রজতজয়ন্তী উদযাপন