বারহাট্টায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান
নেত্রকোণার বারহাট্টায় ডেঙ্গুসহ মশা বাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা সপ্তাহ- ২০২৩ পালন উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান উদযাপিত হয়েছে।
রোববার উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববির সভাপতি ও সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারমান মাইনুল হক কাসেম। অন্যদের মধ্যে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা নাসির উদ্দিন, সিংধা ইউনিয়নের চেয়ারম্যান নাসিম তালুকদার, রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান রাজু, সাবেক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দ্বীপক কুমার সাহা সেন্টু, বারহাট্টা শিল্প কলা একাডেমীর সাধারণ সম্পাদক শেখ ফরিদ, সাংবাদিক লতিবুর রহমান খান প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়াও উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।